ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়াড়ি আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৭, ৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার সেনুয়া দোগাছি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো- সেনুয়া দোগাছি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে কামাল হোসেন (৩২), মৃত মজির উদ্দীনের ছেলে সোহরাব আলী (৩১), সেনুয়া জামাতপাড়া মৃত সিরাজ উদ্দীনের শাহজাহান (৩২), ভোমরাদহ গ্রামডাঙ্গী গ্রামের মৃত কাদের বক্সের ছেলে আবেদ আলী (৫৫), ভোমরাদহ কাপরিয়া বস্তি গ্রামের মনির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৩৩), মৃত কশুমদ্দিনের ছেলে জিয়াউল ইসলাম জিয়া (৩৮), ভোমরাদহ মন্ডলপাড়া গ্রামের  মৃত তোফর আলীর ছেলে মোসলেম উদ্দীন (৩৮), কাঁচন দুবরা গ্রামের ফটিক চন্দ্র রায়ের ছেলে নারায়ন চন্দ্র রায়(২৮)।

পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।
    
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে পীরগঞ্জ থানার উপ পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল জুয়ার আসরে অভিযান চালিয়ে কয়েকসেট তাস, জুয়ার বোর্ড ও নগদ ১০ হাজার ৪শ’ ২০ টাকাসহ আট জুয়াড়িকে হাতে নাতে আটক করে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, এ ঘটনায় প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জুয়া-হাউজির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি