ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাউফলে অপহরণ মামলায় গ্রেফতার ১

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫০, ৮ অক্টোবর ২০১৯

পটুয়াখালীর বাউফলে অপহরণ মামলায় মজিদ আকন (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে পৌর সদরের তিন নম্বর ওয়ার্ড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় বৃহস্পতিবার(৩ অক্টোবর)দু’জন পালিয়ে যায় পৌর সদরের দুই নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে বাউফল ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্রী নীলা আক্তার ও পাশের তিন নম্বর ওয়ার্ড এলাকার আ. রশিদ আকনের ব্যবসায়ী ছেলে অহিদুল ইসলাম। 

এ ঘটনায় ওই দিনই থানায় জিডি করেন অহিদুলের বড়ভাই মজিদ আকন। একই ঘটনায় সোমবার(০৭
অক্টোবর) নীলা আক্তারের ভাই মাহমুদ হাসানের থানায় দায়ের করা অপহরণ মামলায় গ্রেফতার করা হয় মজিদ আকনকে।

মজিদ আকন বলেন,‘অহিদুল প্রেম করতে গিয়ে টাকা-পয়সা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্থ করেছে।সে আমার কোন বারন শুনত না।মেয়ের পক্ষের সম্মতিতে দু’জন পালিয়ে তাদের কোন আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছে।’
বাউফল থানার ওসি খন্দোকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মামলার অভিযোগের প্রেক্ষিতে আসামী মজিদ আকনকে গ্রেফতার করেছে পুলিশ।’ 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি