ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুমিল্লায় সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায়

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৯, ৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ২২:১৪, ৮ অক্টোবর ২০১৯

কুমিল্লায় মহাদশমীতে ভক্তদের নাচ-গান আর একে অপরকে সিঁদুর লাগিয়ে সিঁদুর খেলার মধ্য দিয়ে বিদায় দিলেন দেবী দূর্গা দূর্গতি নাশিনি মা দূর্গাকে।মঙ্গলবার সন্ধ্যায় জেলার লাকসামে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় মা দূর্গাকে।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।বিশেষ অতিথি ছিলেন,জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়াসহ সনাতন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
 
এর আগে বিকালে লাকসাম হাই স্কুল মাঠে উপজেলার সকল প্রতিমা বিসর্জনের জন্য জড়ো করা হয়। এ সময় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের ভীর জমে স্কুল মাঠে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি