ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে ট্রাক চাপায় দম্পত্তি নিহত

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৫:২৮, ৯ অক্টোবর ২০১৯

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় বিজিবি দম্পত্তি নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে নাটোরের পুঠিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুঠিয়ার পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর কন্যা রুমা (৩৫) ও তার স্বামী নাটোরের তেলকুপি এলাকার বিজিবি সদস্য আজিম উদ্দীন (৪২)।

হাইওয়ে পুলিশ বানেশ্বর ফাঁড়ির ইনর্চাজ মইন আলী জানান, তারা পুঠিয়ায় শ্বশুরবাড়ীতে বেড়াতে এসেছিলেন। বেলা ১১টার দিকে নাটোরে ফেরার পথে পুঠিয়া বাস স্ট্যান্ড এলাকায় রাজশাহীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিজিবি সদস্য আজিম উদ্দীন। অপরদিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তার স্ত্রী রুমাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালাক পালিয়ে যায়।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি