ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আবরার হত্যার বিচারের দাবী‌তে রাজবাড়ীতে মানববন্ধন (ভিডিও)

রাজবাড়ী প্রতি‌নিধি

প্রকাশিত : ১৬:১৬, ৯ অক্টোবর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকারী‌দের বিচা‌রের দাবী‌তে রাজবাড়ী‌তে মানববন্ধন ক‌রে‌ছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে রাজবাড়ী জেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানা‌রে রাজবাড়ী প্রেসক্লা‌বের সাম‌নের সড়‌কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ‌তে শিক্ষার্থী‌দের প‌ক্ষে বক্তব্য রা‌খেন, অা‌সিফ মাহমুদ, র‌বিউল অাজম ও ফরহাদ মিয়া। এছাড়া মানববন্ধ‌নে রাজবাড়ী সরকারী ক‌লে‌জের শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

মানববন্ধ‌নে বক্তরা ব‌লেন, ‘যে সময় আমাদের পড়ার টে‌বিল বা লাই‌ব্রেরী‌তে বই পড়ে সময় কাটা‌নোর কথা, সেই  মুহু‌র্তে অাবরার হত্যাকারী‌দের বিচা‌রের দাবী‌তে রাজপ‌থে এ‌সে দাঁ‌ড়া‌তে হ‌য়ে‌ছে।’

তারা বলেন, ‘অাবরার হত্যার পেছ‌নে এক‌টি যু‌ক্তি দাঁড় করানোর ষড়যন্ত্র চল‌ছে, অ‌বিল‌ম্বে সে‌টি বা‌তিল কর‌তে হ‌বে। এছাড়া এ হত্যাকা‌ন্ডের সঙ্গে যারা জ‌ড়িত তাদের সকল‌কে দ্রুত বিচার ট্রাইবুনা‌লের মাধ্য‌মে শ্বা‌স্তি দি‌য়ে দৃষ্টান্ত স্থাপ‌ন করতে হবে। এ জন্য সরকার ও প্রশাসন‌কে অনু‌রোধ ক‌রেন তারা।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি