ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চাঁদাবাজি বন্ধের দাবীতে হিলি-বিরামপুর রুটে সিএনজি চলাচল বন্ধ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৫, ৯ অক্টোবর ২০১৯

শ্রমিক কল্যানের নামে সিএনজি চালকদের নিকট থেকে চাঁদাবাজি বন্ধের দাবীতে দিনাজপুরের হিলি-বিরামপুর রুটে অনিদ্রিষ্টকালের জন্য সিএনজি চলাচল বন্ধ করে দিয়েছেন সিএনজি চালকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলরত সাধারন যাত্রিরা, তারা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন।

হাকিমপুর উপজেলা সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম লিটন বলেন, হঠাৎ করে শ্রমিক কল্যান নামে দিনাজপুরের ট্রেডলাইসেন্স নিয়ে একটি গ্রুপ বিরামপুরে গতকাল থেকে আমাদের প্রতিটি সিএনজির চালকের নিকট থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা দাবী করা হয়। 

এর প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে হিলি-বিরামপুর রুটে সকল প্রকার সিএনজি চলাচল বন্ধ করে দিয়েছেন এর চালকরা। এর সুরাহা না হওয়া পর্যন্ত সিএনজি চলাচল বন্ধ থাকবে বলেও তিনি জানিয়েছেন। তবে এবিষয়টি নিয়ে টাকা আদায়কারীদের সাথে আলোচনার চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি