ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে যমুনায় কাল জেলা পরিষদের নৌকা বাইচ  

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৭, ৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে যমুনা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে আজ বুধবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সংবাদ সন্মেলন করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।
সংবাদ সন্মেলনে জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম সজল বলেন,‘পানসি, কোষা, ছিপ, খেলনা ও সরঙ্গা মিলে মোট ৩০টির মতো নৌকা এ বাইচ প্রতিযোগিতায় অংশ নেবে।

সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, সরিষাবাড়ি ও জামালপুরসহ বিভিন্ন জেলার নৌকার বাইসালরা নৌকা নিয়ে ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশ নেবে।অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সকাল থেকেই উন্মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার নানা সংস্কৃতি তুলে ধরা হবে।’ প্রতিযোগিতা দেখতে অনুষ্ঠানস্থলে (যমুনা নদীর হার্ডপয়েন্টে) লক্ষাধিক লোকের সমাগম হবে বলে জানান আয়োজকরা।

এসময় জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন,সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান ও হেলাল আহম্মেদ বক্তব্য রাখেন।
এমএস/কেআই 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি