ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম সমিতি ঢাকা`র শিক্ষাবৃত্তি ও সাধারণ সভা শনিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ৯ অক্টোবর ২০১৯

চট্টগ্রাম সমিতি ঢাকা'র ২০১৯ সালের শিক্ষা বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবনে শিক্ষাবৃত্তি-২০১৯ প্রাপ্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হবে।  

এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক। একই সঙ্গে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০১৮-২০১৯ আর্থিক বছরের সাধারণ সভা একই দিন বিকেল ৪টায় ‘চট্টগ্রাম ভবন মিলনায়তনে’ অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় সভাপতিত্ব করবেন,সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক।২টি অনুষ্ঠানে অভিভাবকসহ শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের এবং সমিতির সম্মানিত জীবনসদস্যগণকে উপস্থিত থেকে সাধারণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এমএস/কেআই  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি