ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে জলাতঙ্ক রোগ নির্মূল বিষয়ে অবহিতকরণ সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা.

প্রকাশিত : ১৭:২৫, ১০ অক্টোবর ২০১৯

আগামী ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে টিকাদান কার্যক্রম ২০১৯ইং ঢাকার নবাবগঞ্জে জনপ্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আয়োজিত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়  স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, আলীমুর রহমান খান পিয়ারা, ইব্রাহিম খলিল, ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দ লাল সিং, পান্নু মিয়া , নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি