ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপু‌রে ১২টন প‌লি‌থিন জব্দ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপু‌র সি‌টি কর‌পো‌রেশ‌নের চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চা‌লি‌য়ে ৫টি দোকান থে‌কে প্রায় ১২ টন প‌লি‌থিন শ‌পিং ব্যাগ জব্দ ক‌রে‌ছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্প‌তিবার দুপু‌রে গাজীপুর জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অধিদপ্তর যৌথভা‌বে অভিযান চালায়। জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমান আদাল‌ত পরিচালনা ক‌রেন। 

গাজীপুর  চান্দনা চৌরাস্তা এলাকায় কাঁচাবাজা‌রে নি‌ষিদ্ধ ঘো‌ষিত প‌লি‌থিন বি‌রোধী অভিযান চালা‌নো হয়। প‌রে ওই বাজা‌রে ৫টি প‌লি‌থিন বি‌ক্রির দোকা‌ন থে‌কে প্রায় ১২টন প‌লি‌থিন শ‌পিং ব্যাগ জব্দ করা হয়। 

এসময় এক প‌লি‌থিন ব্যবসায়ী‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ভ্রাম্যমান আদাল‌তের উপ‌স্থি‌তি টের পে‌য়ে অন্য প‌লি‌থিন ব্যবসায়ীরা পা‌লি‌য়ে যায়। জব্দকৃত প‌লি‌থিন শ‌পিং ব্যা‌গের মূল্য আনুমা‌নিক ৩০ লাখ টাকা। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি