ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আবরারের পরিবার যে দলই করুক, অপরাধীদের বিচার হবেই’

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৩, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পরিবার যে দলই করুক না কেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া আওয়ামী লীগের উপজেলা কাউন্সিল সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ মেধাবী শিক্ষার্থী ছিল। সে জামায়েত করতো নাকি শিবির করতো সেটি বড় কথা নয়, সে একজন বাংলাদেশের নাগরিক। তাকে যে নির্মমভাবে হত্যা করেছে সেটি একটি জঘন্যতম অপরাধ। অপরাধীরা যে দলই করুক না কেন, শাস্তি তাদের পেতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি ও কাপাসিয়া এলাকার আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি