কলারোয়ায় বাস-নছিমন সংঘর্ষ, আহত-২
প্রকাশিত : ২১:৪০, ১০ অক্টোবর ২০১৯ | আপডেট: ২১:৪১, ১০ অক্টোবর ২০১৯
সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহি বাস ও ধান বোঝাই নছিমন সংঘর্ষে ২জন আহত হয়েছে। আহতদের কলারোয়া সরকারী হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত হানেফ আলীর ছেলে জিয়াদ আলী (৬০) ও একই গ্রামের মৃত নিজাম উদ্দীন মোল্লার ছেলে আব্দুর রহিম মোল্লা (৬২)।
থানার এসআই ফারুক হোসেন জানান-বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস যশোর-জ-১১-০১৬০ উপজেলার গোপিনাথপুর মোড়ে পৌছালে ধান বোঝাই নাছিমন ওই মোড় দিয়ে মেইন রাস্তায় ওঠার সময় এ দূর্ঘটনায় স্বীকার হয়। পুলিশ বাস ও নছিমন আটক করে থানায় নিয়ে আসেন। একই সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আরকে//
আরও পড়ুন