ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮, ১১ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৯:৩৩, ১১ অক্টোবর ২০১৯

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের যুবলীগ নেতা রবিউল হক মানিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

ফাজিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুরুল হকের একমাত্র ছেলে নিহত রবিউল হক মানিক পেশায় একজন রংমিস্ত্রি। সে ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর হায়দার জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ফাজিলপুর বাজারের পাশে তার বাড়ির দরজায় এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় মানিক। লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেনি পুলিশ ৷


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি