ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে যুবককে হত্যার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৪, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচির সাতলঠিতে আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে।

শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী লক্ষীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে রাজ্জাক সাতলাঠি বাজারে অবস্থানকালে পুর্ব শত্রুতার জের ধরে এলাকার হাফিজুর, হানিফসহ কয়েকজন মিলে তাকে বেদম প্রহর করে। প্রথমে এনায়েতপুরের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

ওসি আনোয়ারুল ইসলাম জানান, আসামিরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি