ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরার দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের দাবিতে গণমিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৯, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দেশের চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরাতেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবিলম্বে অভিযান পরিচালনার দাবিতে গণমিছিল ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে শহরের নিউমার্কেট সংলগ্ন শহীদ আলাউদ্দীন চত্বর থেকে একটি গণমিছিল বের হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাকাপুলের মোড়ে এসে শেষ হয়। এর পর সেখানে অনুষ্ঠিত হয় নাগরিক সমাবেশে। 

নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা, সাতক্ষীরার যুদ্ধাপরাধী মামলার প্রধান সাক্ষী বীর মুক্তিযোদ্ধা ইমাম বারী, বীর মুক্তি যোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জাসদের কেদ্রীয় নেতা শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেএসডির কেন্দ্রীয় নেতা সুধাংশ শেখর সরদার, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, জেলা হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার শীল, সিনিয়র সিটিজেনের জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পদক রাশেদুজ্জামান রাশি, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি মেহেদী আলী সুজয় প্রমুখ।

বক্তারা এ সময়, দেশের চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার সব সেক্টরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবিলম্বে অভিযান পরিচালনার জোর দাবি জানান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি