ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ব ডিম দিবস উপলক্ষে জয়পুরহাটে র‌্যালি ও সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস।

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ দফতরে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, রোগ তত্ত্ব বিভাগের গবেষক ডা. রোস্তম আলী, পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ. হাকিম, ডিভিএম তরিকুল ইসলাম, পোল্ট্রি ফিড মিলার কবির আকবর চৌধুরী তাজ, পোল্ট্রি মেডিসিন ব্যবসায়ী বাবু সওদাগড়, জেলা এনিমেল হেলথ্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সভাতি রহমতুল্লাহ খান প্রমুখ।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ডিম কম খায় সে কারণে বিশ্ব ডিম দিবসে সবার মেধা ও পুষ্টি ঠিক রাখতে চাহিদা মতো ডিম খাওয়ার পরামর্শ দেন বক্তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি