ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগমারায় বাস উল্টে নারী নিহত,আহত ১০

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫১, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর বাগমারায় সড়ক যাত্রবাহী বাস উল্টে দেলুয়ারা বেগম দীনা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।  শুক্রবার উপজেলা বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর চিকাবাড়ি বাজারের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে যায়।

এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয়ভাবে ও পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দীনা উপজেলার দেউলিয়া গ্রামের এমদাদুল হক টুনুর স্ত্রী। 

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানায়, দুপুর ১২টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ দেউলিয়া বাস টার্মিনাল হতে রাজশাহীগামী সাব্বির(সিলেট জ-১১-০০৫০) নামে একটি বাস ছেড়ে যায়।বাসটি ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে চিকাবাড়ি বাজারের সামনে পুরাতন কার্লভাটের ভাঙ্গা অংশে বেঁধে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 

এসময় বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে যায়।এতে জানালা ভেঙ্গে দীনা বাসের নীচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি