ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধামরাইয়ে ৫ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

সাভার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৩৯, ১১ অক্টোবর ২০১৯

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, চাপাতি, লোহার শাবল ও পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার বালিয়া ইউনিয়নের সুইস গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ডাকাত সদস্যরা হলেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার পশ্চিম কাউন্নারা গ্রামের আমিনুর ইসলামের ছেলে আব্দুর রশিদ(২০),ধামরাইয়ের যাদবপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মাসুম (২৪), ধামরাইয়ের আমরাইল গ্রামের নায়েব আলীর ছেলে মিতুল(২৬), ধামরাইয়ের বাউখন্ড এলাকার বাবুলের ছেলে দেলোয়ার (২৭) ও আমের আলীর ছেলে আসাদ(২০)।
 
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরের দিকে বালিয়া ইউনিয়নের সুইস গেইট এলাকায় ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে হাতেনাতে আটক করা গেলেও বেশ ক’জন পালিয়ে যায়।  

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা বলেন,‘আটক ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।তাঁদের নামে দেশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।’ আটক ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ড আবেদন চেয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি