ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১২ অক্টোবর ২০১৯

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল খালেক (৬৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮ টায় মারা যান খালেক।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, গতকাল শুক্রবার দুপুরে আবদুল খালেক (৬৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় বরিশাল-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার সকাল ৮ টায় সে মারা যায়।

খালেক ভোলা সদর উপজেলার চরগাজী গ্রামের মৃত. নেজাবুল হকের ছেলে।

এ নিয়ে বরিশাল জেলায় ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি