বঙ্গবন্ধু ফিল্ম সিটি প্রকল্পে আরও ৯০০ কোটি বরাদ্দ
প্রকাশিত : ১৮:৩৬, ১২ অক্টোবর ২০১৯
বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে চলচ্চিত্র নির্মাণের জন্য এখন যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং যে সুযোগ-সুবিধা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে তার সব ব্যবস্থা এখানে থাকবে। যাতে করে এখানে উন্নত চলচ্চিত্র নির্মাণ হতে পারে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে গাজীপুরের কবিরপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় এই প্রকল্পের উন্নয়নে আরও ৯০০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে পৌঁছলে এখানকার কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসময় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএস/
আরও পড়ুন