ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাউফলে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪০, ১২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দাদার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুল্লাহ (৫) ও  ইয়াসিন (৩) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশু দুটির বাবার নাম সাদ্দাম হোসেন।

পারভিন বেগম নামে বাড়ির একজন জানান, পেশাগত কারণে স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকার নারায়গঞ্জে থাকতেন সাদ্দাম হোসেন। গত ১ অক্টোবর সাদ্দামের স্ত্রী রহিমা বেগম ছেলে আব্দুল্লাহ ও ইয়াসিনকে নিয়ে বেড়াতে আসেন তার বাবার বাড়ি দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চর গরবদি গ্রামে। সেখান থেকে ছেলেদের নিয়ে বৃহস্পতিবার(১০ অক্টোবর) আসেন তিনি গ্রামের বাড়ি বিলবিলাসে। 

এরপর দুপুরে বাড়ির উঠোনে খেলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় শিশু দুটি। একপর্যায়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, পুকুরে হা-পা ধুতে গিয়ে এক ভাই পানিতে ডুবে গেলে অপর ভাই তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে পড়ে যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি