ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:০৪, ১৩ অক্টোবর ২০১৯

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার যে অভিযান শুরু করেছে তা অব্যাহত থাকবে। জনপ্রশাসন, রাজনীতি বা ব্যবসা যেখানেই দুর্নীতি থাকবে সেখানেই অভিযান চালানো হবে। দুর্নীতিবাজদের ধরতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।’

আজ রোববার ঢাকার সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’র সমাপনী ও সনদপত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে যে প্রতিশ্রুতি দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন। কথা বলার চেয়ে তিনি বেশি কাজ করেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত সরকার দুর্নীতি বিরোধী অভিযান চালাবে। দুর্নীতি দমন করার জন্য যা যা করা দরকার সরকার তাই করবে। একটি সরকার কতটা সাহসী হলে তার নিজের দলের মধ্যে থেকেই দুর্নীতির মূল উৎপাটন করতে চায়। এত সাহসী পদক্ষেপ শেখ হাসিনা সরকারই নিতে পেরেছেন। এ জন্য শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে প্রশাংসিত হয়েছেন।’

দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকতে দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। তারেক জিয়াই দেশে ক্যাসিনো ব্যবসা শুরু করেছিলেন।’

ছয় মাসব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে ৩ শত ৯৫ জন সরকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএস/
 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি