ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে গভীররাতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৩ অক্টোবর ২০১৯

গভীর রাতে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা এক মা ও তার ৪ বছরের শিশুকন্যাকে গলাকেটে খুন করা হয়েছে। রোববার রাতের প্রথম প্রহরে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লাকী বেগম (২২) ও তার মেয়ে আলিফা (৪)। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাকী বেগম টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী। আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসা করেন।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ‘শনিবার দিবাগত রাত ১২টা পর (রোববার রাতের শুরুতে) স্বামী আল-আমিন বাড়ি ফিরে দেখেন ঘরে স্ত্রী ও তার মেয়ের গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে। পরে তার প্রতিবেশীরা আমাদের খবর দেন।’

তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিছে তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি