ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ১৩ অক্টোবর ২০১৯

সাতক্ষীরা বাইপাস সড়কে পিক-আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হযরত আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত সাড়ে ১২ টার সময় বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত হযরত আলী আলীপুর গ্রামের জবেদ আলীর ছেলে। আহত নজরুল ইসলাম মধুমল্লারডাঙ্গি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২ টার সময় বাইপাস সড়কে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হযরত আলী নামের মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি