ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ১৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের চাপুলিয়ায় এলাকায় মো: জাফর হোসেন (৩৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে তার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে হাসপাতালে এসে লাশ সনাক্ত করে পরিবারের লোকজন। 

নিহত অটোচালক মো: জাফর হোসেন গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল বাজার এলাকার মৃত লেহাজ উদ্দিন মুন্সির ছেলে। নিহতের চাচাত ভাই হারুন জানান, গত রাতে অটো নিয়ে বাড়ি থেকে বের হয় জাফর।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এস আই মোসাব্বির হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছে সংবাদ পেয়ে আজ রোববার সকাল ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া টেকপাড়া এলাকার রাস্তার পাশ থেকে জাফর হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, হাসপাতালের মর্গে লাশের সুরতহাল করা হয়েছে। নিহতের হাত, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জাফরকে হত্যা করে অটো রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। 

এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি বলেও জানান এই পুলিশ কর্তা।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি