ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা: ভারতের রাষ্ট্রদূত

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০৫, ১৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:০৬, ১৩ অক্টোবর ২০১৯

ঝালকাঠি ভ্রমণে ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস

ঝালকাঠি ভ্রমণে ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস বলেছেন, আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সবসময় অভিভূত। রোববার সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং ভাসমান হাট-বাজার পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনভূতি প্রকাশকালে এ কথা বলেন ভারতের রাষ্ট্রদূত। 

এর আগে সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রাম পরিদর্শনে আসেন। সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। 

রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনিন মন্দির ঘুরে দেখেন। এসময় গ্রামবাসী তাকে ঊলুধ্বনি  আর শাঁখ বাঁজিয়ে বরণ করেন। 

এরপর তিনি নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা অরণ্য আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন। বিশাল পেয়ারা বাগান পরিদর্শন শেষে ঝালকাঠি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে বিকেলে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন ভারতের রাষ্ট্রদূত।
 
এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি