ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পারিবারিক জীবনে হতাশা, আত্মঘাতী যুবক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৫, ১৩ অক্টোবর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারভেজ আহমেদ (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত পারভেজ পৌর শহরের দেবগ্রামের সুলতান আহামেদের ছেলে। 

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে নিজ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পারভেজ। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ এবং হতাশাগ্রস্ত জীবনযাপন করছিলেন। 

আখাউড়া থানা অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী বলেন, ধারণা করা হচ্ছে- পারিবারিক জীবনে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
 
এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি