ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪২, ১৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৮:২২, ১৪ অক্টোবর ২০১৯

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহতের নাম খোরশেদ আলম। তার নামে নগরের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। খোরশেদ কিশোর গ্যাং নেতা বলে জানা গেছে।

রোববার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে। 

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে রাত ৯টার দিকে একটি বিদেশি পিস্তলসহ খোরশেদকে আটক করা হয়। ওই সময় সে তার আস্তানায় আরও অস্ত্র থাকার তথ্য দিলে র‌্যাব অভিযানে গেলে খোরশেদের লোকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

তিনি বলেন, পরে ঘটনাস্থল থেকে খোরশেদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খোরশেদের নামে হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে তিনি জানান।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি