ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে দুই উপজেলা নির্বাচনে চলছে ভোটগ্রহণ

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩২, ১৪ অক্টোবর ২০১৯

পঞ্চম ধাপে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভবে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এ দুই উপজেলা। 

এবার কোটচাঁদপুর উপজেলায় ইভিএমএ ও মহেশপুর উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে।

কোটচাঁদপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী শরিফুন্নেছা মিকি ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রাজ্জাক। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আছেন খায়রুল হোসেন সাথী। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮৮২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৩টি। 

অন্যদিকে মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী ময়জদ্দীন হামীদ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী এসএম শাহজামান।চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী আছেন মির সুলতানুজ্জামান লিটন। 

এ উপজেলার ১১২টি কেন্দ্রে ২ লাখ ৫২ হাজার ৯১ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি