ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

আবরার হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩৫, ১৪ অক্টোবর ২০১৯

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন এবং সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন টিআইবি, সচেতন নাগরিক কমিটি (সনাক), বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কুড়িগ্রাম জেলা শাখা এবং বাংলাদেশ মহিলা পরিষদ সম্মিলিতভাবে এ মানববন্ধন পালন করে। 

এ সময় বিশিষ্ট আইনজীবী সনাকের প্রতিষ্ঠাতা সভাপতি এড. এনামুল হক চৌধুরী চাঁদ, সনাকের সভাপতি রওশন আরা চৌধুরী, উদীচীর সভাপতি নিজামুল হক বিলু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আহসান হাবীব নীলু, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতীমা রায় চৌধুরী ও টিআইবির সমন্বয়ক সৌমেন দাস প্রমুখ বক্তব্য দেন। 

বক্তারা আবরার হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানান।

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি