ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবীনগর পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ১৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৯টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটাররা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

মোট ১২টি কেন্দ্রের ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এখানে মোট ভোটার ৩৬ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮২৪ জন ও নারী ১৭ হাজার ৯৪০ জন। 

প্রথমবারের মতো এ পৌরসভা নির্বাচনের সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ১১ জন, কাউন্সিলর পদে ৬৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি