ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির ৩ টুকরো লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৩, ১৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্বাঞ্চল রেলপথের সেতুর উত্তর পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির হাত, পা ও মাথা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) সকালে আখাউড়া জংশন স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকার রেলওয়ে সেতুর উত্তর পাশ থেকে মুখমন্ডলসহ মাথাটি উদ্ধার করা হয়। 

এসময় সেতুর অপর প্রান্ত থেকে বাম হাত ও ডান পায়ের অংশ বিশেষ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। 
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই অজ্ঞাত ব্যক্তির হাত ও পায়ের অংশসহ মস্তক উদ্ধার করা হয়েছে। তবে বিচ্ছিন্ন দেহের সন্ধানে তল্লাশি চলছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও পরিচয় জানতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি