ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধামরাইয়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আটক ১

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ১৫ অক্টোবর ২০১৯

ঢাকার অদূরে ধামরাইয়ে চার শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) ধর্ষক সবজি বিক্রেতা গোলাম মোস্তফাকে (৫০) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।

পুলিশ জানায়, পাঁচ বছরের ওই শিশুটি তার বাবা মায়ের সঙ্গে উপজেলার ইসলামপুরের একটি বাড়িতে ভাড়া থাকত। সোমবার রাতে তার বাবা মা পোশাক কারখানায় কাজে চলে গেলে প্রতিবেশী সবজি বিক্রেতা গোলাম মোস্তফা ওই শিশুকে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে শিশুটি বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার মা-বাবাকে জানায়। সোমবার গভীর রাতে শিশুটির বাবা-মা ধামরাই থানায় ধর্ষণকারী গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আজ মঙ্গলবার ভোরে ইসলামপুরে অভিযান চালিয়ে ধর্ষক মোস্তফাকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এদিকে, ধামরাইয়ের আমবাগান এলাকায় চার শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটকের করার পর আবারও শিশু ধর্ষণের ঘটনা ঘটলো। এতে ধামরাইয়ের স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আসামিকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
 
আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি