ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬, ১৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ স্লোগান সামনে রেখে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় সেনিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। র‌্যালিতে জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল  হোসেন। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের  সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদত হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি. ডা. প্রদীপ কুমার বকসীসহ আরও অনেকে। 

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১০টি  স্টল প্রদর্শিত হয়।

আই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি