ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নড়াইলে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১৫ অক্টোবর ২০১৯

নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে মা ইলিশ মাছ ধরার সময় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ডিবি ও কালিয়া থানা পুলিশ। এ সময় ১৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। তবে কোনো জেলে আটক করা সম্ভব হয়নি। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সদর থানার চিত্রা নদীর পাড়ে এই কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। এছাড়া মাছগুলো বিভিন্ন এতিমখানায় দেয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এনামুল হক, সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএমসহ পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকতারা। 

জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে সোমবার (১৪ অক্টোবর) গভীর রাতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। এ সময় জালে বেঁধে থাকা প্রায় ১৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। মাছগুলো এতিমখানায় দেয়া হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি