ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে ধর্ষণের প্রতিবাদে তরুণ-তরুণীদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৯, ১৫ অক্টোবর ২০১৯

বাগেরহাট সদর উপজেলা বেমরতা ইউনিয়নের জয়গাছিতে বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে তরুণ-তরুণীরা।

ইয়ূথ গ্রুপেরে আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বাঁধনের যুব সংগঠনের তরুণ-তরুণীরা বক্তব্য রাখেন। 

তরুণ-তরুণীরা বলেন, বাগেরহাটে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী আজ  অন্তঃসত্ত্বা, শরণখোলা উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। কিন্তু এসব ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। 

আমাদের মা-বোনেরা আজ নিরাপদ নয়। বিচার চাইতে আমরা তরুণ যুবরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দেশ থেকে ধর্ষণ নামক ব্যাধি দূর করতে প্রশাসনের আরো কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্য তানজিম আহমেদ, স্নিগ্ধা ফাতেমা, আলিমুজ্জামান, নুপুর বিশ্বাস, তানভির আহমেদ, মাবিয়া খাতুন প্রমুখ। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি