ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইলিশ ধরায় রাজবাড়ীতে ৩৩ জেলের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ১৫ অক্টোবর ২০১৯

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে ৩৩ জন জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত ২৪ ঘণ্টায় জেলার পদ্মা নদীর বিভিন্নস্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ১৩০ কেজি মাছ, ১ লক্ষ ৫৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ টি নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা  প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

মৎস্য সংরক্ষণ আইনে ৩৩ জন জেলের ১৮ জনকে ১৬ দিন, ১১ জনকে ১৫ দিন ও ৫ জনকে ২০ দিন করে করাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি সহযোগিতা করেন ২০ আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

জেলা মৎস্য অফিসার মোহা. মজিনুর রহমান জানান, আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। উদ্ধারকৃত ১৩০ কেজি মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি