ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৫ অক্টোবর ২০১৯

সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। 

মামলার বিবরণে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামের মজনু শেখের মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী গত বছরের ১০ মে বিকেলে বাড়ীর পাশের একটি দোকানে বাদাম কিনতে যাওয়ার সময় দন্ডপ্রাপ্ত আসামি লাভলু বাবুর্চি মেয়েটিকে সিগারেট এনে দিতে বললে, অসন্মতি জানানোয় জোর পূর্বক মেয়েটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে লাভলু। 

ওই ঘটনার ৭/৮ দিন লাভলু বাবুর্চি ভয় দেখিয়ে আবারো ওই মেয়েটিকে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এই ঘটনা জানাজানি হয়। 

পরে শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে বিচারক এ রায় দেন। 

আই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি