ভিডিও কনফারেন্সে গ্রাহকদের অভিযোগ জানলেন পল্লী বিদ্যুতের চেয়ারম্যান
প্রকাশিত : ১৭:১৩, ১৫ অক্টোবর ২০১৯
ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খাঁর হাটের প্রত্যন্ত গ্রামের পল্লী বিদ্যুত গ্রাহকেরা নানা অভিযোগ জানালেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মঈন উদ্দিনকে।
মঙ্গলবার দুপুরে মমিন খাঁর হাটে আয়োজিত উঠান বৈঠক চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অভিযোগ করেন প্রত্যন্ত গ্রামের গ্রাহকরা।
এসময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, পল্লী বিদ্যুতের জিএম মো. আবুল হাসান, উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, ইউএনও মাসুম রেজা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান গ্রাহকদের বিভিন্ন অভিযোগ শুনে তা নিরসনে স্থানীয় বিদ্যুত কর্মকর্তাদের তাৎক্ষনিক নির্দেশনা দেন।
আরও পড়ুন