ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪২, ১৫ অক্টোবর ২০১৯

সহপাঠিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সহপাঠিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় ভিআইপি পরিবহণের একটি বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় মিলগেইট থেকে কলেজ গেইট যাওয়ার পথে ঘটনাটি ঘটে। 

নিহত হাবিবুর রহমান নোয়াখালীর সেলিম মিয়ার বড় ছেলে। তারা সপরিবারে টঙ্গীর মিলগেইট এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন।
 
জানা যায়, কলেজে যাওয়ার পথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক সময় ভিআইপি বাসের হেল্পার কলেজ শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে বাসের নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে শিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৩টার দিকে সে মারা যায়। 

খবর পেয়ে তার সহপাঠিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি