ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়িকে আর্থিক জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৬, ১৫ অক্টোবর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যের মূল্য তালিকা ও পণ্যের উৎপাদন এবং মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকায় তিন মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত শহরের আনন্দবাজার ও জগত বাজারে অভিযান চালিয়ে পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ না থাকার এবং দোকানগুলোতে সরকার নির্ধারিত পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে অর্থদন্ড দেন।

অর্থদন্ড পাওয়া ব্যবসায়ীরা হলেন, হাজী আবুল কাশেম, তুলশী সাহা এবং মাজেদুল। এদের প্রত্যেককেই ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
কেআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি