ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৭, ১৫ অক্টোবর ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ খালেদা আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানার মহিশাডাঙ্গা বারপোতা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক খালেদা পিরোজপুর জেলার পশ্চিম শিকারপুর গ্রামের শহিদের স্ত্রী।
 
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, মহিশাডাঙ্গা বারপোতা মজিদ মাস্টারের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটকৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি