ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় শ্রীঘরে ৬০ জেলে

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ১৫ অক্টোবর ২০১৯

ফরিদপুরের সদরপুর উপজেলাস্থ পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ৬০ জেলেকে আটক করে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভোর রাতে নদীতে পরিচালিত এ অভিযানে আটককৃত ৫৯ জনকে এক মাস করে এবং একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

ভ্রাম্যমান আদালতটি পরিচলনা করেন সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫৯ জন ও একজন কে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৫ ধারায় শাস্তি দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা সদরপুর উপজেলার চরনাছিরপুর, দিয়ারা নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার বাসিন্দা। অভিযানে আটক প্রায় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে চন্দ্রপাড়া ঘাট এলাকায় পোড়ানো হয়। 

এদিকে অসাধু জেলেদের নিকট থেকে আটককৃত ৫০ কেজি ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানার মাঝে বিতরণ করা হয়। মৎস্য সংরক্ষণের এ অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাশ ও সদরপুর থানা পুলিশ। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি