ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় কার্টুনে মিলল নবজাতকের লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯, ১৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুর থেকে কার্টুনে ভরা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাগবাড়ি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সকালে বাগবাড়ি এলাকার একটি পুকরে কার্টুনে ভরা এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অপরিপক্ক হওয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবজাতকটির মৃত্যু হয়েছে। পরে রাতের আঁধারে কেউ কার্টুনে ভরে মরদেহটি পুকুরে ফেলে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি