ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৭, ১৬ অক্টোবর ২০১৯

সিরাজগঞ্জের বাঐতারা ও নলকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। নিহত বৃদ্ধ বাঐতারার শহিদ আলী (৬০) এবং রায়গঞ্জ উপজেলার ভ্রম্রগাছা গ্রামের রমজান আলীর স্ত্রী (৫০)। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, বুধবার সকালে জেলা শহর থেকে একটি লোকাল বাস নলকা মোড় থেকে মহাসড়কে উঠার সময় সিরাজগঞ্জগামী ইট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে পাশের একটি দোকান ও যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানে থাকা রমজান আলী আহত এবং তার স্ত্রী মারা যায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং ঘাতক ট্রকটি আটক করে।

এদিকে অপর ঘটনায় একই সময়ে সিরাজগঞ্জ-সয়দাবাদ সড়কের বাঐতারায় রাস্তার পার হবার সময় দ্রুতগামী মোটরসাইকেল চাপায় এলাকার বৃদ্ধ শহীদ মুন্সী নিহত হয়েছেন। তার লাশ স্থানীয়রা উদ্ধার ও ঘাটক মোটরসাইকেলটি আটক করেছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি