ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আবরার হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ১৭ অক্টোবর ২০১৯

বাগেরহাটে ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল ও আবরার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রগতিশীল সংগঠন সমূহের ব্যানারে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি  পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হোসেন জুয়েল, কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য সোহরাব হোসেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল হোসেন বিদ্যা, জেলা কমিটির আহবায়ক আরিফুল ইসলাম সজিব, যুব ইউনিয়নের সদস্য রোমান মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, কোনো হত্যার সঠিক বিচার বাংলাদেশে হয় না। নতুন কোনো ঘটনা ঘটলেই সবাই পুরনো ঘটনা ভুলে যায়। বিচারহীনতার কারণে দেশের অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তারা।

এছাড়া, ভারতের সঙ্গে বর্তমান সরকার যে অসম চুক্তি করেছে অতিদ্রুত এসব চুক্তি বাতিল করে দেশের স্বার্থ রক্ষার দাবি জানান বক্তারা।

আই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি