ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ইউপি সদস্যের হাতে দুই পুলিশ মারধরের শিকার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৮, ১৭ অক্টোবর ২০১৯

গাজীপুরের শ্রীপুরে পুলিশের দুই কনস্টেবলকে পেটানোর অভিযোগে মতিউর রহমান নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পরে শ্রীপুরের চকপাড়া এলাকা থেকে মাওনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার ও  তার সহযোগী হুমায়ূনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) রাতে দায়িত্ব পালন করতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যকে ওই মেম্বারের নেতৃত্বে পেটানো হয় হয় বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছে। 

শ্রীপুর থানার ওসি লিয়াকত দাবি করেন, রাতে দায়িত্ব পালন করার সময় তুচ্ছ ব্যাপারে বাক বিতন্ডার এক পর্যায়ে মতি মেম্বার ও তার লোকজন দুই কনস্টেবলের ওপর হামলা চালায়। এ ঘটনায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

আই/এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি