ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোংলায় এক হাজার মিটার ‘অবৈধ জাল’ জব্দ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৫, ১৭ অক্টোবর ২০১৯

নিষেধাজ্ঞা অমাণ্য করে মাছ ধরায় মোংলা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে মোংলা নদীর নারকেলতলা এলাকা হতে ভ্রাম্যমান আদালত এ জাল জব্দ করে। তবে এসময় কোন জেলেকে আটক করতে পারেনি তারা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত মান্নান। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের মাঠে জব্দকৃত এ জাল পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত মান্নান, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। 

ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ হলেও এক শ্রেণীর অসাধু জেলে মোংলা ও পশুর নদীতে জাল ফেলে মাছ শিকার করে থাকতে পারে। এ জন্য দিনে ও রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি