ব্রাহ্মণবাড়িয়ায় মর্টারশেল উদ্ধার
প্রকাশিত : ২৩:১১, ১৭ অক্টোবর ২০১৯
মর্টারশেল উদ্ধার করছে কুমিল্লা সেনানিবাসের বোমা ডিজপোজাল দল। ইনসেটে শেলটি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুক্তিযুদ্ধকালীন একটি মর্টারশেল উদ্ধার করে তা নিস্ক্রিয় করেছে কুমিল্লা সেনানিবাসের বোমা ডিজপোজাল দল। বৃহস্পতিবার দুপুরে ক্যাপ্টেন তামিম তালহা হৃদয়ের নেতৃত্বে সেনাবাহিনীর বোমা ডিজপোজাল দল মর্টারশেলটি নিষ্ক্রিয় করে। এসময় বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের প্রবাসী দুবরাজ মিয়ার জমিতে মাটি কাটার কাজ করছিলো একদল শ্রমিক। এ সময় প্রায় ২ ফিট গভীরে একটি মর্টারশেল দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।
পরে বিষয়টি পুলিশের পক্ষ থেকে কুমিল্লা সেনানীবাসে অবহিত করা হলে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর বোমা ডিজপোজাল দল এসে ওই জমিতেই শেলটিকে বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেন।
এনএস/
আরও পড়ুন