ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে তরুণীকে শ্বাসরোধে হত্যা, আটক ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ১৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:০৮, ১৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকায় লুনা আক্তার নামে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত লুনা আক্তার সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে স্থানীয় পারটেক্স গ্রুপের আরসি কোলা কারখানায় কাজ করতেন। গেল রাত আড়াইটার দিকে পারিবারিক কলহের জের ধরে লুনাকে তার মামি ও মামাতো ভাই মারধর করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে জঙ্গলে ফেলে দেয়। স্থানীয়রা সকালে জঙ্গলে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানা ওসি আজিজ সফি জানান, লুনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের মামাতো ভাই রবিউল ও মামি আকলিমাকে আটক করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি